img


শান্তিনগর এলাকাতে দিনের বেলায় রুমহর্ষক চুরি


আইনেট  প্রতিনিধিঃ    তেলিয়ামুড়া থানার অন্তর্গত শান্তিনগর এলাকাতে দিনের বেলায় রুমহর্ষক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এই চুরির ঘটনার সম্পর্কে তেলিয়ামুড়া থানার পুলিশের বক্তব্য হচ্ছে শান্তিনগর এলাকার শম্পা দত্ত পালের বাড়িতে দিনের বেলায় চুরি সংঘটিত হয়েছে, বাড়ির লোকেদের অনুপস্থিতির সুযোগ নিয়ে দিনের বেলায় এই চুরি হয়েছে বলে খবর। এই চুরির মধ্য দিয়ে চোরের দল ঘরেতে থাকা ১০/১২ ভরি স্বর্ণালংকার সহ লকারে থাকা প্রায় এক লক্ষ  টাকা  নিয়ে গেছে বলে জানা গেছে। এদিকে পুলিশের বক্তব্য হচ্ছে প্রয়োজনীয় টহল থাকছে দিনরাত্রি সবসময়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে দিনের বেলায় যদি শান্তিনগরের মত জায়গায়, যেটা থানা থেকে মাত্র ৫০ থেকে ৭০ মিটার দূরে চুরি হয়, তাহলে সাধারণ মানুষ থাকবে কোথায়? স্বাভাবিকভাবেই এই চুরি কাণ্ড গোটা এলাকা জুড়ে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী ঘটনার তদন্ত চলছে। এখন দেখার বিষয় প্রকৃত অর্থে পুলিশ চোর দের কোন টিকিট নাগাল বার করতে পারে কিনা।