img


ভাগ্নের সাথে পালালো মামি


আইনেট  প্রতিনিধিঃ    ভাগ্নের সাথে পালালো মামি কৈলাসহর মহিলা থানায় দারস্ত অসহায় মামা। ঘটনার বিবরণে জানা যায় কৈলাসহর জলাই এলাকার বাসিন্দা শংকর রবিদাস বিগত ৫ বছর পূর্বে মূর্তিছড়া এলাকা থেকে সরস্বতী রবিদাস নামে এক যুবতীকে ভালবেসে বিবাহ করে। বর্তমানে ওদের সংসারে চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে, শংকর রবিদাস আগরতলার আইজিএম হাসপাতালে সিকিউরিটির কাজ করে। অভিযোগ সংকর রবিদাসের পাশের বাড়ির দূর সম্পর্কের ভাগ্নে সঞ্জয় রবিদাস উনার বাড়িতে প্রায়শই যাতায়াত করত। এবং খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শংকর রবিদাসের পরিবারের সাথে,অভিযোগ উনাকে না জানিয়ে উনার স্ত্রী উনার ঐ ভাগ্নেকে নিয়ে প্রায় সময়ই উনার শ্বশুরবাড়িতে যেত। গতকাল উনার স্ত্রী বলে যে ওর মা অসুস্থ তাই বাপের বাড়িতে যাবে মাকে দেখতে এরপর ওনার চার বছরের কন্যা সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে ওই গৃহবধু। পরবর্তী সময় শংকর রবিদাস জানতে পারে উনার দূর সম্পর্কের ভাগ্নেকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছে ওই গৃহবধূ এরপর মোবাইল সুইচ অফ করে ফেলে গৃহবধূ পাশাপাশি ওই যুবক, উনার অভিযোগ শ্বশুরবাড়ির লোকেরা মদদ জুগিয়েছে উনার স্ত্রীকে অনেক খোঁজাখুঁজি করার পর কোন সন্ধান পাওয়া যায়নি তাদের তাই শংকর রবিদাস এক প্রকার বাধ্য হয়ে আজ দুপুরবেলা কৈলাসহর মহিলা থানায় অভিযোগ দায়ের করে, উনার স্ত্রীও সন্তানকে খুঁজে না পেয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন শংকর রবিদাস। এখন দেখার বিষয় হল পুলিশ প্রশাসন তদন্তক্রমে কি ভূমিকা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই।