img


১৯২ পেকেট নেশা সামগ্রী এসকফ বাজেয়াপ্ত


আইনেট  প্রতিনিধিঃ     আমবাসা থানার পুলিশের কাছে গোপন খবর আসে যে বহ্নিরাজ্যের একটি ১৪ চাকার লরি করে প্রচুর নেশা সামগ্রী আসছে। সেই খবর অনুযায়ী আমবাসা বেত বাগান স্থিত নাঁকা পয়েন্টে থাকা কর্তব্যরত পুলিশ টিএস‌আর গাড়ির জন্য অপেক্ষা করছিল। সোমবার সকাল নাগাদ আমবাসা বেত বাগান নাঁকা পয়েন্টে এন‌এল-০৪-ডি-৯৪৩৯ নম্বরের ১৪ চাকার লরিটিকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে। গাড়িতে কয়েক কুইন্টাল পিঁয়াজ ছিল যা পঁচে দূর্গন্ধ ছড়িয়ে পড়ে। এদিকে লরিতে তল্লাশি চালিয়ে দেখা যায় তাতে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী এসকফ রয়েছে, এসকফের গন্ধ লুকানোর জন্য পঁচা পিঁয়াজ ব্যবহার করা হয়েছে। লরি তল্লাশির সময় দুইজন যুবক কে গ্রেপ্তার করা হয় তাদের নাম রোহিত দৌবে, দিলিপ কুমার সিং। তাদের বাড়ি মধ্যপ্রদেশে বলে জানা যায়। এদিকে গাড়ি থেকে ১৯২ টি পেকেট বাজেয়াপ্ত করা হয় যার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা। আটক হ‌ওয়া দুই যুবকের নাম রোহিত দৌবে দিলিপ কুমার সিং দুজনের বাড়ি মধ্যপ্রদেশে।