img


মায়ের মন্দিরের প্রণামী বাক্স খুলা হলো।


আইনেট  প্রতিনিধিঃ     গত ২৪ এপ্রিল ২০২৫ সালে ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের প্রণামী বাক্স খোলা হয়েছিল। আজকে ৭ ই এপ্রিল গোমতী জেলার জেলাশাসকের নির্দেশমতে ১৮ জনের একটি টিম তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে প্রণামীর বাক্স গুলো খুলে গণনা করা হয়। সেই মতে আজকে ১৪ টি প্রণামির বাক্স ও একটি বড় লোহার সিন্দুক হলে গণনার কাজ চলছে। ধারণা করা হচ্ছে রাত ৯ টা বাজবে গণনা শেষ হতে। প্রাথমিকভাবে দেখা গেছে প্রণামীর বাক্স খুলে বিদেশের তথা নেপাল, বাংলাদেশ, ভুটান সহ বেশ কয়েকটি দেশের টাকা পাওয়া গেছে এতে বোঝা যাচ্ছে দেশ রাজ্যের বাইরেও বিদেশি পর্যটকরা ৫১ পীঠের অন্যতম পিঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পর্যটকরা আসছেন। আগামী দিনে ও আরো বেশি পর্যটকরা মায়ের মন্দিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।