img


কুলাইয়ে  ঘটে যাওয়া ঘটনার সাথে সিপিএমের কোন যোগাযোগ নেই


আইনেট  প্রতিনিধিঃ     গতকাল রাতে কুলাইয়ে  ঘটে যাওয়া ঘটনার সাথে সিপিএমের কোন যোগাযোগ নেই। বিজেপির দু তিনজন কর্মী পুরো ঘটনাটাকে সাজিয়েছে বলে অভিযোগ করলেন সিপিএমের মহকুমা কমিটির সম্পাদক।  গতকাল রাতে একটি ছেলে ও মেয়েকে দু তিনজন বিজেপির কর্মীরা অবৈধ কাজ করার সময় হাতেনাতে ধরে।  কিন্তু সিপিএমের সাথে সুমিত নামের ছেলেটির কোন যোগাযোগ নেই। সুমিতের বাড়িতে তাদেরকে পাকড়াও করা হয়, কিন্তু দুই একজন কুলাইয়ের বিজেপি কর্মী প্রচার করছেন কুলাইয়ের সিপিএম পার্টি অফিসে তাদেরকে আটক করা হয়। যা সম্পূর্ণ ভুয়ো।   আজ সিপিএমের আমবাসা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন সিপিএমের মহকুমা কমিটির সম্পাদক বিদ্যুৎ দেববর্মা, উপস্থিত ছিলেন নারী নেত্রী গীতা সরকারপ্রদীপ শাহী সহ অন্যান্যরা। সিপিএমের মহকুমা কমিটির সম্পাদক বিদ্যুৎ দেববর্মা বলেন  সিপিএমের পার্টি ও পার্টি অফিস কে ভিত্তি করে বিজেপির দুই একজন কর্মী বদনাম করার চেষ্টা করেছেন এই ঘটনা কে নিয়ে। সুমিত নামের ছেলেটির বাড়ি কুলাই পার্টি অফিসের পেছনে, যার কারণে বিজেপির কর্মীরা সেটাকে পার্টি অফিসের ভেতরে কুকর্ম হয়েছে বলে চালিয়ে দিচ্ছে। অভিযোগ করেন বিজেপির কর্মীরা পার্টি অফিসের তালা ভেঙ্গে চেয়ার-টেবিল ভাঙচুর করেন, এবং তাদেরকে পার্টি অফিসের রাস্তা দিয়ে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় পার্টি অফিস কে ব্যবহার করেছে  সিপিএমকে বদনাম করার জন্য। ছেলেটি যা কুকর্ম করেছে তার জন্য তার শাস্তি হওয়া দরকার কিন্তু সিপিএম এর সাথে তার কোন যোগাযোগ নেই। সিপিএমের কর্মী বলে এবং কুলাই পার্টি অফিসের রাস্তা দিয়ে বের করে সম্পূর্ণ ঘটনাটি সাজিয়েছে বিজেপির কর্মীরা। সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করলেন সিপিআইএম।