
আইনেট প্রতিনিধিঃ ‘স্বপ্ন উড়ান’ – এই থিমের উপর ভিত্তি করে এবারে সজ্জিত হবে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের দুর্গোৎসবের পূজো প্যান্ডেল। আজ খুঁটি পুজোর মাধ্যমে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হল। এদিন উপস্থিত ছিলেন সাংসদ রাজিব ভট্টাচার্য সহ অন্যান্যরা। সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন, একটা সময় রাজ্যের ক্লাবগুলিতে দেখা যেত কোন ক্লাবে কত পেশীর বল রয়েছে, কার ক্লাবে কত অস্ত্রের ঝংকার? কিন্তু বর্তমানে এই প্রথা পাল্টে দিয়েছে বিজেপি সরকার। বর্তমানে লক্ষ্য করা যায় কোন ক্লাব কত বেশি সামাজিক কাজে এগিয়ে রয়েছে তার প্রতিযোগিতা। ক্লাবগুলিতে নারীদের অংশগ্রহণ সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত হওয়ার এক উল্লেখযোগ্য উদাহরণ। ক্লাবগুলিতে পুরুষের সাথে সাথে নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এতেই প্রমাণ হয় নারীদের কতটুকু অগ্রাধিকার দিয়েছে সরকার। আগে এসব কল্পনার বাইরে ছিল। তিনি আরো বলেন, রাজধানীর বনেদি ক্লাবগুলির মধ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ সংঘ অন্যতম। সাধারণ জনগণের মধ্যে এই ক্লাবগুলোর পূজো নিয়ে আলাদা উন্মাদনা কাজ করে। প্রতিবছরের মতো এবারও রাজ্যবাসীকে এক মনোমুগ্ধকর দুর্গোৎসব উপহার দেবে ক্লাব, এমনটাই আশা ব্যক্ত করেছেন সাংসদ রাজিব ভট্টাচার্য। উল্লেখ্য শিবনগর মডার্ন ক্লাবের এবছরের দুর্গোৎসবের বাজেট ৩০ লক্ষ টাকা।