
আইনেট প্রতিনিধিঃ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশব্যাপী বাড়ি বাড়ি অভিযান সংঘটিত করে চলছে কংগ্রেস দল ।এই ক্ষেত্রে এআইসিসির লিফলেট এবং প্রদেশ কংগ্রেসের লিফলেট প্রচার করছে কর্মী সমর্থকরা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে গত দুই মাস ধরে নিজ বিধানসভা কেন্দ্রে প্রচার অভিযান চালিয়েছেন নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায়। বুধবার তিনি কর্মী সমর্থকদের নিয়ে আগরতলা পৌর নিগমের ২৫ নম্বর ওয়ার্ড অর্থাৎ শিবনগরের ওয়াটার সাপ্লাই এলাকায় বাড়ি বাড়ি লিফলেট প্রচার করেন ।এই প্রচার কর্মসূচির মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক জানান, বিজেপি সরকারের জনবিরোধী নীতি নিয়ে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এবং প্রদেশ কংগ্রেস কমিটির লিফলেট বাড়ি বাড়ি বিতরণ করছেন তিনি ।তিনি আরো জানান ,রাজ্য সরকারকে অবিলম্বে স্মার্ট মিটার সংযোগের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা চলবে না, পানীয় জলের ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রির মূল্য বৃদ্ধি নিয়েও এদিন সরব হন তিনি। সংশ্লিষ্ট বিষয়গুলিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে বিধায়ক জানান ,হুমকি এবং আক্রমণ সংঘটিত করে কংগ্রেসকে দাবিয়ে রাখা যাবে না ।সম্প্রতি 31 নম্বর ওয়ার্ড এলাকায় দলীয় কর্মীসভায় আক্রমণের ঘটনার নিন্দা জানিয়ে কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় বলেন ,হামলার সাথে জড়িতদের নাম ধাম দিয়ে পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে ।এখন পর্যন্ত একজন অভিযুক্তকেও পুলিশ গ্রেপ্তার করেনি। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান বিধায়ক গোপালচন্দ্র রায়।