img


সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত জেলা প্রজেক্ট কোঅডিনেটরের উদ্যোগে শুরু হলো জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ ২০২৫।


আইনেট  প্রতিনিধিঃ     সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত ডিস্ট্রিক্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে ধর্মনগরে বিবেকানন্দ সার্ধশতবার্ষিক ভবনে দু'দিনব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চ ২০২৫ এর শুভ সূচনা হলো। বৃক্ষে জল দানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন, জেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর সমগ্র শিক্ষা অভিযান তথা জেলা শিক্ষা আধিকারিক ফিরঞ্জন ত্রিপুরা, উপস্থিত ছিলেন ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের প্রফেসর ডঃ নন্দিতা রায়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথা ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সুপর্ণা ঘোষ। উত্তর ত্রিপুরা জেলার  বিভিন্ন বিদ্যালয়ে থেকে ছাত্রীরা বিভিন্ন বিভাগে অংশ নেয় ।