img


ভারতের ট্রেড ইউনিয়নের পঞ্চম আমবাসা মহকুমা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ


আইনেট  প্রতিনিধিঃ   ভারতের ট্রেড ইউনিয়নের পঞ্চম আমবাসা মহকুমা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় আমবাসা সিপিএমের অফিস প্রাঙ্গনের সামনে। প্রথমে শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় প্রকাশ্য সমাবেশ। এদিনের এই প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউ-র রাজ্য সভাপতি মানিক দে, সি আই টি ইউ রাজ্য সম্পাদক নিরোদ সাহাআমবাসা মহকুমা কমিটির সভাপতি মনোরঞ্জন দেবনাথ, সহ সিআইটিইউ-র অন্যান্য নেতৃত্বরা। প্রকাশ্য সমাবেশ শেষে সিপিএমের জেলা অফিসে শুরু হয় সি আই টি ইউর মহকুমা সম্মেলন। মহকুমা সম্মেলনে ১৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক দে বলেনকাজ চাই খাদ্য চাই, শ্রমিকদের স্বার্থে কথা বলবে সি আই টি ইউপাশাপাশি এদিন বিজেপি সরকারকে বিশ্বের মধ্যে একটি মিথ্যেবাদী দল বলে দাবি করেন তিনি, গাল ভরা প্রতিশ্রুতি, মিথ্যে ভাষন বাজি দিয়ে সরকার চালাচ্ছে বিজেপি, পাশাপাশি এদিন সাংসদ বিপ্লব কুমার দেব সিপিএমকে ভয় পাচ্ছে বলেও দাবি করেন তিনি, সিপিএমের যদি কিছুই না থাকে তাহলে সিপিএমকে নিয়ে এত মাথা ব্যাথা কেন বিপ্লব দেবের, এসব হাসির খোরাক বলেও তিনি দাবি করেন।