
আইনেট প্রতিনিধিঃ বর্তমান জোট শাসনে খুন, সন্ত্রাস, অপহরণ ও ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে চলছে। সাত বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধারা রেহাই পাচ্ছেনা। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াইটা হল গণতন্ত্র সমানধিকার, নারী মুক্তির লড়াই। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি বিলোনিয়া বিভাগীয় কমিটির আয়োজিত পঞ্চদশ সন্মেলনে বিজেপি জোট সরকারের সমালোচনা করে, এই অভিমত ব্যক্ত করেন প্রাক্তন সাংসদ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য। সোমবার সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ে শুরু হয় সন্মেলনের কর্মসুচি। সন্মেলনের শুরুতে নারী সমিতির পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নারী সমিতির নেত্রীরা।