
আইনেট প্রতিনিধিঃ আগামীকাল সাড়ম্বরে পালিত হবে বিশ্বকর্মা পুজো। পেশাজীবী থেকে শুরু করে কলকারখানার কর্মী, গ্যারেজ, ওয়ার্কশপ, অফিস কিংবা দোকানে কর্মরত ব্যক্তিদের কাছে এই পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরের মতো এবারও পুজোর আগের দিন থেকেই বাজারে মূর্তি কেনার হিড়িক পড়েছে। ছোট, মাঝারি, বড়—সব ধরনের বিশ্বকর্মা মূর্তির পসরা নিয়ে বাজারে বসেছেন মৃৎশিল্পী ও বিক্রেতারা। এবছর অন্যান্য বছরের তুলনায় মূর্তির দাম অনেকটাই বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। মধ্যবিত্তের পক্ষে এই মূল্য সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।