
আইনেট প্রতিনিধিঃ আজ আমবাসা টাউন হলে ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক সাফাই মিত্র সুরক্ষা শিবির । এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমবাসা পুর পরিষদ ও কমলপুর নগর পঞ্চায়েতের ২০ জন সাফাই কর্মীকে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। সেই সাথে জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সুস্থ নারী সশক্ত পরিবার ধলাই জেলাভিত্তিক অভিযানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাস পাল, বিধায়ক শম্ভু লাল চাকমা,বি এ সি চেয়ারম্যান পরিমল দেববর্মা, আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার, ভাইস চেয়ারপার্সন গোপাল সূত্রধর, জেলাশাসক বিবেক এইচ বি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত সকলে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। আমবাসায় পিবিসি রেশন কার্ড প্রদান কর্মসূচির সূচনা হয় এই মঞ্চে। পাশাপাশি টাউন হলের বাইরে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বেশ কিছু স্টল খোলা হয় যা থেকে মানুষ বিভিন্ন পরিষেবা গ্রহণ করেন। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আয়োজন করা হয় রক্তদান শিবিরেরও।