img


প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় ইন্দ্রনগর কালীবাড়িতে কুমারী পুজো ও যজ্ঞের আয়োজন


আইনেট  প্রতিনিধিঃ    বুধবার ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মবার্ষিকী। সারাদেশের সাথে রাজ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে ।   এরই অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর ইন্দ্রনগর কালী মন্দিরে ৭৫ জন কুমারী মায়ের পুজোর আয়োজন করা হয় ।সেই সাথে যজ্ঞের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ,প্রদেশ বিজেপির সহ-সভা নেত্রী পাপিয়া দত্ত, কর্পোরেটর প্রদীপ চন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।   অনুষ্ঠানে পূজো শেষে কুমারী মায়েদের নিজ হাতে প্রসাদ বিতরণ করেন প্রদেশ বিজেপি সভাপতি ।এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে ।১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সেবা পাক্ষিক হিসেবে পক্ষকাল ব্যাপী এই কর্মসূচি গুলি অনুষ্ঠিত হবে ।এর মধ্যে রয়েছে রক্তদান শিবির ও স্বচ্ছ ভারত অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মবার্ষিকী উপলক্ষে সদর শহর জেলা বিজেপি এবং ৬ আগরতলা মন্ডল কমিটির উদ্যোগে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করায় উদ্যোক্তাদের অভিনন্দন জানান তিনি ।পাশাপাশি রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।