৫২-তে সব শেষ! প্রয়াত গায়ক জুবিন গর্গ
আইনেট প্রতিনিধিঃ ৫২-তে সব শেষ! প্রয়াত গায়ক জুবিন গর্গ। শুক্রবার থেকে শুরু হতে চলা 'নর্থ ইস্ট ফেস্টিভ্যাল'-এ যোগ দিতে তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন। আর সেখানেই ঘটে গেল দুর্ঘটনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। তিন দশকেরও বেশি সময় ধরে জু়বিন গার্গ ছিলেন অসমিয়া, বাংলা-সহ ভারতীয় সংগীত জগতের অন্যতম প্রভাবশালী কণ্ঠ। স্কুবা ডাইভিং করতে নেমেছিলেন তিনি। সেখানেই দ্রুত অসুস্থ হয়ে পড়েছিলেন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত 'গ্যাংস্টার' ছবির সুপারহিট বলিউড গান 'ইয়া আলি'-র মাধ্যমে সারা ভারতে খ্যাতি অর্জন করেন। জুবিন গর্গের অকাল মৃত্যু উত্তর-পূর্বের সঙ্গীতের অঙ্গনে বলা যায় এক যুগের সমাপ্তি। লক্ষ লক্ষ মানুষের কাছে তাঁর গান ছিল আবেগ। সুরের সেই জাদু যেন গানের প্রতিটি কথার শিকড়ের সঙ্গে মনকে ছুঁয়ে যাওয়ার সেতু, এক অদৃশ্য মাধ্যম।