
আইনেট প্রতিনিধিঃ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের টিচারস এলিজিবিলিটি টেস্ট – টেট ওয়ান ও টেট টু পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বহু প্রতীক্ষিত ফলাফল প্রকাশ করেছে ত্রিপুরা টিআরবিটি। প্রায় দুই হাজারেরও বেশি বেকার যুবক-যুবতী এই পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন। তবে ফলাফল প্রকাশের পরও এখনও পর্যন্ত প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেয়নি বোর্ড, যা নিয়ে উত্তীর্ণদের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে সোমবার সকাল থেকে একদল টেট উত্তীর্ণ প্রার্থী টিআরবিটি বোর্ডের দপ্তরে উপস্থিত হয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা অবিলম্বে সার্টিফিকেট প্রদানের দাবি জানান, কারণ সার্টিফিকেট হাতে না থাকায় তারা ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। দীর্ঘদিন অপেক্ষার পরও কোনও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা না হওয়ায় প্রার্থীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। প্রার্থীদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন সরকারি ও অনুদানপ্রাপ্ত স্কুলে শিক্ষক স্বল্পতা প্রকট আকার ধারণ করেছে। বহু স্কুলে একাধিক বিষয়ের শিক্ষক নেই, ফলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, বর্তমানে যে সংখ্যক প্রার্থী টেট উত্তীর্ণ হয়েছেন তার চেয়েও অনেক বেশি পদ রাজ্যে শূন্য রয়েছে। সেই কারণে তারা সরকারের কাছে একযোগে সকল টেট উত্তীর্ণদের নিয়োগের দাবি জানান। এদিন প্রার্থীরা জানান, রাজ্যে শিক্ষাক্ষেত্রের উন্নতি ও বেকারত্ব দূরীকরণের স্বার্থে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সার্টিফিকেট প্রদানে বিলম্বের কোনও যুক্তি নেই বলেও তারা মন্তব্য করেন। আগামী দিনে যদি সার্টিফিকেট ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু না হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।