
আইনেট প্রতিনিধিঃ মঙ্গলবার বড়সড়ো অগ্নি কাণ্ডের হাত থেকে বরাত জোরে বাঁচল রাজধানীর পূর্ব থানাধীন শিবনগর এলাকা। এদিন মর্ডান ক্লাব সংলগ্ন শিবনগরের প্রমোদ করের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে ,প্রমোদ করের বাড়িতে কেউ একজন মঙ্গলবার একাই গ্যাসের রেগুলেটরটি ঠিক আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করছিলেন ।গ্যাসের সিলিন্ডারে রেগুলেটর লাগিয়ে চুল্লিতে অগ্নিসংযোগ করতেই আগুন চলে আসে গ্যাসের সিলিন্ডারে ।দাউ দাউ করে জলে উঠতে শুরু করে আগুনের লেলিহান শিখা। শুরু হয় চিৎকার চেঁচামেচি। খবর যায় দমকল অফিসে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। দমকল কর্মীরা তৎপরতার সাথে গ্যাসের সিলিন্ডারে লাগা আগুন আয়ত্তে আনেন। দমকল কর্মীরা জানান ,সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারতো। অগ্নিকাণ্ডে প্রমোদ করের বাড়ির তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি ।তিনি আরো জানান, বিস্তারিত জানা না থাকলে গ্যাসের সিলিন্ডার এবং রেগুলেটর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত নয়।