img


পেঁচারথলের ষোলনালা স্থিত হিন্দুস্থান ক্লাবের বিরুদ্ধে অপপ্রচার এলাকার একটি কুচক্রী দলের।


আইনেট  প্রতিনিধিঃ      ঊনকোটি জেলার পেঁচারথলের ষোলনালা এলাকায় হিন্দুস্থান ক্লাবকে জড়িয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু পোস্ট এবং খবর ছড়িয়েছে। যাতে উল্লেখ করা হয়েছে ক্লাবে কালীপুজো উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে জুয়ার আসর বসানো হয়েছিল ক্লাবের তরফে। আর সেখানে মারধোর করা হয়েছে জনৈক ব্যক্তিকে। এই বিষয় নিয়ে আসল ঘটনা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন হিন্দুস্থান ক্লাবের কর্মকর্তারা। তারা প্রতিবাদ জানালেন এমন ভুয়ো প্রচারের। তাদের দাবি ক্লাবের স্বচ্ছ ভাবমূর্তি কালিমালিপ্ত করতে একদল কুচক্রী এমন অপপ্রয়াস চালাচ্ছে হিন্দুস্থান ক্লাবের বিরুদ্ধে। ক্লাবের সম্পাদক লোকেশ রায় জানান, দীর্ঘ এগারো বছর ধরে এলাকায় পুজো করে আসছেন তারা। এ বছর ষোলনালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মানসিক হাসপাতালের অনুকরণে প্যান্ডেল তৈরি করে পূজোর আয়োজন করে তারা। আর সেই পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরেই বাঁধে বিপত্তি। ক্লাব সম্পাদক জানান, এলাকার বিশিষ্ট ব্যক্তি থেকে আরক্ষা প্রশাসনের কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছিল তাদের অনুষ্ঠান। অনুষ্ঠান চলাকালীন সময়েই তাদের কাছে খবর আসে তাদের অনুষ্ঠানস্থল থেকে বেশ কিছুটা দূরে একটি জুয়ার আসর চলছে এলাকায়। তখনই তাদের অনুষ্ঠানে থাকা পুলিশ কর্মীরা সেখানে ছুটে গিয়ে সেই জুয়ার আসরে হানা দিয়ে তা তৎক্ষণাৎ বন্ধ করে দেয়।