img


১১ টি ডিগ্রী কলেজে ওয়াইফাই পরিষেবার সূচনা করলেন মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ    মঙ্গলবার রাজ্যের এগারটি সরকারি ডিগ্রী কলেজে ওয়াইফাই পরিষেবার সূচনা হলো ।একই সাথে ২০২৪-২৫ শিক্ষা বর্ষের জন্য মুখ্যমন্ত্রী যুব ও যোগাযোগ যোজনার শুভ উদ্বোধন হয়।    এদিন রাজধানীর লিচু বাগানস্হিত government college of আর্ট এন্ড ক্রাফটের পরিসরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এছাড়াও উপস্হিত ছিললেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ।      এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন ,বর্তমান সময়ে প্রযুক্তি অনেকটাই পরিসর বিস্তার করেছে ।এখন আমরা এ আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও গর্ববোধ করি ।কিন্তু এর খারাপ দিকটিও আমাদের মনে রাখতে হবে। তিনি বলেন ,প্রযুক্তির ব্যবহারকে কৃষি এবং চিকিৎসা ক্ষেত্রে নিয়ে যেতে হবে ।তবেই সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট পরিষেবা প্রদান করা যাবে ।রাজ্যের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট পরিষেবার সংযোগ স্থাপনের জন্য আরও কিছু টাওয়ার স্থাপন করার লক্ষ্যে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।মুখ্যমন্ত্রী আরও বলেন ,২০২৫২৬ অর্থবর্ষে রাজ্যের কুড়ি হাজার ছাত্রছাত্রীকে স্মার্টফোনের জন্য পাঁচ হাজার টাকা করে প্রদান করা হবে ।এর জন্য ১০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে।   অনুষ্ঠানে বক্তব্য রাখেন উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। তিনি জানান ,রাজ্যের উচ্চ শিক্ষার ইতিহাসে আজকের দিনটি এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১১ টি সরকারি কলেজে ওয়াইফাই পরিষেবার সূচনা হয়েছে। একই সাথে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার সূচনা হয়েছে ।তিনি বলেন ,এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত উন্নয়নেই নয় ,ছাত্র-ছাত্রীদের জন্য এক নতুন দিগন্তের উদ্বোধন হয়েছে। কলেজগুলিতে ওয়াইফাই পরিষেবার সূচনা ছাত্র-ছাত্রীদের বিশ্বমানের তথ্য এবং গবেষণায় সমৃদ্ধ করবে বলে মনে করেন তিনি।