
আইনেট প্রতিনিধিঃ ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এগুলো রাজ্যবাসী সামনে তুলে ধরলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার মহাকরণের প্রেস কর্নারে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়গুলো তুলে ধরেন। তিনি জানান ম্যানেজার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ও সিভিল বিভাগে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমে ম্যানেজার নিয়োগ করা হবে, সব মিলিয়ে মোট ১০৪জন নিয়োগ করা হবে। সিপাহীজলা জেলার নলছড়ে একটি মহিলা কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামে একটি নতুন স্কিম চালু করা হচ্ছে সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে। অন্তত পরিবারের কন্যার জন্য ৫০হাজার টাকার ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে সরকারের তরফে। মহিলাদের সশক্তকরণের জন্য শিল্প উন্নয়ন দপ্তরের তরফে সহায়ক দলের সদস্যদেরকে এক কোটি টাকা পর্যন্ত সর্বোচ্চ ঋণ দেওয়া হবে। রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প ২০২৫ গ্রহণ করা হয়েছে।
রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী চাইছেন অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা যাতে আরো উন্নত হয়। তাই তিনি এবং মুখ্যমন্ত্রী যখনই দিল্লিতে যান তখন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রী এবং অধিকারিকদের সঙ্গে কথা বলে যোগাযোগ ব্যবস্থা আরো ভালো করার দাবী জানানো হচ্ছে। এর প্রেক্ষিতে শিলচার, বাগডোগরা, আমেদাবাদের সঙ্গে নতুন করে সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো বলেন বাংলাদেশের চট্টগ্রামের সঙ্গে বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তা বন্ধ রয়েছে এই পরিস্থিতিতে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ইত্যাদি জায়গায় আগরতলা থেকে সরাসরি ডিমান্ড পরিষেবা চালু করা যায় কিনা এই বিষয়ে আলোচনা করা হচ্ছে। এই বিষয়ে তিনি নিয়ে এবং মুখ্যমন্ত্রী ডোনার মন্ত্রী ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলেছেন। সেই সঙ্গে তারা আশাবাদী যে খুব দ্রুত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং বিমান পরিষেবা চালু হবে।