
আইনেট প্রতিনিধিঃ বৃহস্পতিবার থেকে রাজধানীর ধলেশ্বরের প্রান্তিক ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে প্রান্তিক উৎসব ।এদিন এই প্রান্তিক উৎসবের সূচনা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সংসদ বিপ্লব কুমার দেব । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ বনমালীপুর মন্ডল কমিটির সভাপতি অরিন্দম চৌধুরী, প্রান্তিক উৎসব কমিটির চেয়ারম্যান ডাক্তার প্রদীপ ভৌমিক , প্রান্তিক ক্লাবের সভাপতি দিলীপ কুমার নাথ, সম্পাদক দিব্যেন্দু দত্ত সহ অন্যান্যরা ।এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রান্তিক ক্লাবের এই ধরনের উদ্যোগ গ্রহনের জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন ,মেলা, উৎসব এবং সাংস্কৃতিক কর্মসূচি আমাদের সমাজ জীবনকে উজ্জীবিত করে তোলে ।ইতিবাচক মানসিকতা নিয়ে বাঁচার অন্যতম মাধ্যম হলো সংস্কৃতি। পদোন্নতি বা টাকা-পয়সা মানুষকে কখনো সন্তুষ্টি প্রদান করতে পারে না। কথা প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব জানান ,রাজ্যে ৩০ থেকে ৩৫ বছর ক্ষমতায় ছিল বামেরা। এই কমিউনিস্টরা সংস্কৃতিকে ধ্বংস করেছে ।এর জন্য খুব ক্ষতি হয়েছে রাজ্যের ।তিনি বলেন ,আমরা ভারতীয়। বিশ্বের মধ্যে আমাদের সংস্কৃতি অত্যন্ত উচ্চ মার্গের। এই সংস্কৃতিই আমাদের সকল শক্তির মূল উৎস ।আর কমিউনিস্টরা তথাকথিত সেকুলারিজমের নামে এই সংস্কৃতির উপরই সবচেয়ে বেশি আঘাত হেনেছে।