img


বিকশিত ভারতের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন বাজপেয়ী- মন্ত্রী টিঙ্কু রায়


আইনেট  প্রতিনিধিঃ    প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর বৃহস্পতিবার শততম জন্মবার্ষিকী ।এই উপলক্ষে এদিন সকালে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন। বিজেপি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মন্ত্রী টিংকু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা ।    এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় মন্ত্রী টিংকু রায় বলেন ,প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে এক ব্যাতিক্রমী মানুষ ছিলেন অটল বিহারী বাজপেয়ী। পঞ্চায়েতি ব্যবস্থায় গ্রামীণ স্বরাজ এবং গ্রাম উন্নয়নের কথা তিনি ভাবতেন ।মহাত্মা গান্ধীও গ্রামীণ স্বরাজের কথা ভাবতেন ।মন্ত্রী বলেন ,আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বিকশিত ভারতের কথা বলছেন এর ভিত্তি রোপণ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী।