img


তেলিয়ামুড়ায় প্রয়াত বিধায়ক ও প্রাক্তন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে শেষ শ্রদ্ধাঞ্জলি।


আইনেট  প্রতিনিধিঃ      প্রয়াত  বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের শবদেহ রাজ্যে এসে পৌঁছাতেই রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মী-সমর্থকদের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।  বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়, বিধানসভা ও নিজ বাসভবনে যাওয়ার পথে তেলিয়ামুড়া বিজেপি মণ্ডল কার্যালয়েও প্রয়াত নেতাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। তেলিয়ামুড়া বিজেপি মণ্ডল প্রাঙ্গণে শোকাবহ পরিবেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃত্ব ও কর্মীরা।এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাধিপতি অপর্না সিংহ রায়, সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেব্বরমা, তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য সহ খোয়াই জেলা ও তেলিয়ামুড়া মহাকুমার অসংখ্য বিজেপি কর্মী ও সমর্থকরা।  উল্লেখ্য, বিশ্ববন্ধু সেনের প্রয়াণে রাজ্যের রাজনৈতিক মহলে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁকে একজন দক্ষ প্রশাসক, জনপ্রিয় নেতা ও জনদরদি মানুষ হিসেবে স্মরণ করেন দলীয় সহকর্মীরা।