
আইনেট প্রতিনিধিঃ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চলতি বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ছিল ১২৯ তম মন কি বাত অনুষ্ঠান। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৪০ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১২৯ তম মন কি বাত শ্রবন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, সহ-সভাপতি সুবল ভৌমিক, ৬ আগরতলা মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য,বুথ সভাপতি সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন সকলে মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন তারা। বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে অপারেশন সিন্দুর এর বিশেষ প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি একে ভারতের নিরাপত্তার প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন ।গত এক বছরে দেশের বিভিন্ন সাফল্য এবং চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।এই অনুষ্ঠান প্রসঙ্গে প্রদেশ বিজেপির সহ-সভা নেত্রী পাপিয়া দত্ত বলেন ,মন কি বাত অনুষ্ঠান সারা বিশ্বের একটি অন্যতম আলোচনার বিষয় ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিষয় তুলে ধরেন ।এই অনুষ্ঠান রাজনীতির উর্ধ্বে বলে জানান প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত।