img


বিকাশ দাসের বাড়িতে আগুন


আইনেট  প্রতিনিধিঃ    কমলপুর নগর পঞ্চায়েতের ১১ নং ওয়ার্ড, হারেরখোলায় বিকাশ দাসের বাড়িতে শনিবার রাত আনুমানিক দুইটা - আড়াইটা  নাগাদ আগুনের সূত্রপাত।বিকাশ দাস  কমলপুর বাজারে মুরগির মাংস বিক্রি করে।  বাড়িতে তার বৃদ্ধা মা, স্ত্রী, দুই নাবালিকা কন্যা।  বিকাশ জানায়, রাত দুইটা আড়াইটে নাগাদ তাঁর বড় ভাই এর চিৎকারে ঘুম থেকে জেগে উঠেন তারা।  দেখেন ঘরের ভেতরে ও চারিদিকে দাউ দাউ আগুন।  কোনো রকমে প্রাণ নিয়ে বেরিয়ে আসেন তারা। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো কিছুই উদ্ধার  করা যায়নি।বিকাশের বক্তব্য ,নগদ ও সামগ্রী মিলিয়ে ক্ষতির পরিমান প্রায় দশ লক্ষ টাকা -   প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে কান্নায় ভেঙে পড়েন বিকাশের স্ত্রী।